শ্রমজীবী মানুষের জীবন-জীবিকার সংকট নিরসনে প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল, আলোচনা সভা ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দিনাজপুরের খানসামা শাখা।
বুধবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলামের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক বদিউজ্জামান বাদল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খানসামা উপজেলা শাখার সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কমিউনিস্ট নেতা কমরেড এস এম চন্দন, ক্ষেতমজুর সমিতির খানসামা উপজেলা শাখার সভাপতি জান্নাত আলী প্রমুখ।
আট দফা দাবির মধ্যে ছিলো প্রকৃত ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দ, আত্রাই নদীতে পেশাদার জেলে স¤প্রদায়ের অবাধে মাছ ধরার অধিকার নিশ্চিতকরণ, ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচির দৈনিক মজুরি বৃদ্ধি ও অনিয়ম-দুর্নীতি বন্ধ, দশ টাকা কেজি চালের বরাদ্দ বাড়ানো, খোদ কৃষকের কাছ থেকে সরাসরিভাবে সরকারি রেটে ধান ক্রয়, গ্রাম-শহরের নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন হাট-বাজারে ইজারা আওতামুক্ত রাখা, সন্ত্রাস-হত্যা-ধর্ষণ-মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গরীব মানুষের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিডি প্রতিদিন/আল আমীন