রংপুরের মিঠাপুকুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা তার অফিস কার্যালয়ে ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় অফিস চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মৎস্য কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৎস্যজীবী সুধীর বাবুর নেতৃত্বে এ সন্তাসী হামলা চালানো হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৎস্য কর্মকর্তা খালেদ মোশাররফের বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত সুধীর চন্দ্র জীবনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/শফিক