হবিগঞ্জের নবীগঞ্জ শহরের ওসমানী রোড়ে টেকাদেঘী অটো ও বয়লার মিলে বিস্ফোরণে নাছির মিয়া (৩৬) নামে এক ফায়ারম্যান শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে শ্রমিকসহ আরও ৬ জন। বিস্ফোরণে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতদের মধ্যে আব্দুল কাদিরকে (৩৯) আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলা সদরের ওসমানী রোড টেকাদিঘীর মার্কেটে অবস্থিত ধান সিদ্ধ দেয়ার বয়লার মিলে এ ঘটনাটি ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বুধবার সকালে ফায়ারম্যান নাসির মিয়াসহ ৫ জন শ্রমিক বয়লারে ধান সিদ্ধ দেয়ার কাজ শুরু করেন। হঠাৎ বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ফায়ারম্যান নাছির মিয়া নিহত হন। নিহত নাসির উপজেলার কুর্শি ইউনিয়নের ভুমিরবাক গ্রামের আব্দুর রশিদের ছেলে। অপর আহতরা হলেন বয়লার শ্রমিক আব্দুল কাদির (৩৯), নিতাই দাশ (৪০), বয়লার ম্যানাজার মিলন দাশ (৪৬), সফিকুর রহমান (৩৫), শ্রীকান্ত দাশ (৪০) ও বয়লারের পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা রীনা দাশ (৪০)।
নবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতাহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়লারের চুলা অনেক দিনের পুরাতন। হয়তো এ কারণেই বিস্ফোরণ ঘটতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক