চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ তানজিম আহম্মেদ (৪০) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে। মঙ্গলবার দিনগত রাতে ঢাকার দারুস সালাম এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানজিম আহম্মেদ জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
জীবননগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, তানজিম আহম্মেদ নিজেকে মেজিস্ট্রেট পরিচয় দিয়ে চাকরি দেয়ার কথা বলে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে জীবননগর থানায় এ সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার রাতে তাকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক