ভারতের পাচারের সময় বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে ১০ পিস সোনারবার সহ জিহাদ আলী (২৪) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার বিকালে তাকে আটক করা হয়। আটক জিহাদ আলী সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
বিজিবি জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোলের সাদিপুর গ্রামে এক সোনা পাচারকারী ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সোনার চালান নিয়ে গ্রামের মসজিদের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে কাশিপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সাদিপুর গ্রামের মসজিদের সামনে অভিযান চালিয়ে জিহাদ আলী আটক করে। পরে তার শরীর তল্লাশি করে ১০ পিস সোনারবার পাওয়া যায়। আটককৃত সোনার ওজন ১কেজি ১৬৬ গ্রাম। আটক সোনার মুল্য ৭০ লক্ষ টাকা।
৪৯ বিজিবি’র অধিনায়ক লে,কর্ণেল সেলিম রেজা সোনা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার