সাভারের আশুলিয়ায় মাকসুদা আক্তার নামে এক নারীকে পিটিয়ে হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে যুবলীগের নেতার বিরুদ্ধে। আশুলিয়া থানার যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ভূইয়াসহ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতা নারী।
মাকসুদা আক্তার বলেন, আজ বুধবার সকালে বাইপাইলে তাকে পিটিয়ে হাত, পা ভেঙে দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে ভর্তি করে।
আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মঈনুল ভূইয়ার কাছে হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের ঘটনার সাথে তিনি জড়িত নন। তিনি আরও বলেন, তবে মারামারির ঘটনা ঘটেছে শুনেছি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তকরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ