নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় 'এসো গড়ি উন্নয়ন' সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ, নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার জয়াগ বাজারে এসো গড়ি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিপ্তরের চট্টগ্রম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপ সচিব) নুসরাত সুলতানা। অনুষ্ঠানে ৬০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ, নগদ টাকা ও কম্বল বিতরণ করা হয়।
এসো গড়ি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আবদুল আউয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন ও শহর সমাজসেবা কার্যালয়ের প্রবেশনার অফিসার ফেরদৌস আলম সরকার।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ