ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের কাহারোলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁ ব্রিজের উপরে ঢাকা ও ঠাকুরগাঁওগামী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ভাতগাঁ
ব্রিজের উপরে ঢাকা ও ঠাকুরগাঁওগামী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাকচালক ফারুক হোসেন মারা যায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন