সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় আনতে শিক্ষকদের কাজ করতে হবে। আগামী দিনের প্রজন্ম যেন মানুষের মত মানুষ হিসেবে গড়ে উঠে সে লক্ষ্যে শিক্ষকদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
আজ বুধবার দুপুরে উন্মক্ত বিশ্ববিদ্যালয় রংপুর আ লিক কেন্দ্রে সমন্বয়কারী ও শিক্ষক-টিউটরদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম এ মাননানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোকসেদুর রহমান, আনিসুর রহমান আকন্দ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় রংপুর আ লিক কেন্দ্রের পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান আহমেদ। মতবিনিময় ও কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ শতাধিক শিক্ষক অংশ নেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ