কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার দুপুর ১ টার দিক সেন্টমাটিন দ্বীপে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করেন তিনি। টেকনাফ উপজেলায় অবস্থিত দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস ভবন দুই নির্মাণ করা হয়েছে।
৪ দিনের সফরে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সপরিবারে মঙ্গলবার বিকেলে কক্সবাজার পৌঁছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্ধোধন শেষে সেন্টমাটিনে রাত্রী যাপন করবেন এবং পরদিন (৬ ফেব্রুয়ারি) সেন্টমার্টিন ত্যাগ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসনে খান, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ২০১০ সালের ৩১ জানুয়ারি তৎকালীন পুলিশের (আইজিপি) নুর মোহাম্মদ সেন্টমার্টিন দ্বীপে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে, ২০০৯-২০১০ অর্থবছরে পুলিশ বিভাগের বাস্তবায়নে ২১ লাখ ৫০ হাজার টাকা চুক্তিমূল্যে সীমানা প্রাচীর নিমার্ণ করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন