রংপুরের গঙ্গাচড়ায় মোসলেমা খাতুন নামের এক গৃহবধূর লাশ গাছ বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
পারিবারিক ও এলাকাবাসির উদ্ধৃতি দিয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, ৬ বছর পূর্বে ভাঙ্গাগড়া গ্রামের এনামুল হকের সাথে জমচওড়া গ্রামের ওই গৃহবধূ মোসলেমা খাতুনের বিয়ে হয়। বিয়েটি ছিল তৃতীয়। বুধবার সকালে ওই গ্রামের একটি গাছ বাগানে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ