কক্সবাজারের চকরিয়ায় শাহিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯ টার দিকে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সদরঘোনা এলাকার ছারাবটতলী থেকে ওই
গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ ওই এলাকার নুর আহমদের স্ত্রী। আটককৃতরা হলেন, রওশন আরা বেগম (৪৫) ও তার মেয়ে মিনা আক্তার (২০)।
চকরিয়া থানার অফিসার ইনচর্জা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সদরঘোনা এলাকায় এক নারীর লাশ পড়ে আছে
এমন খবরে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় শাহিদা বেগমের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে প্রথমে গলা টিপে হত্যা করা হয়। পরে ছুরি দিয়ে তার গলা কাটা হয়। তবে ডাক্তারি রিপোর্ট হাতে আসলে হত্যার ধরণ জানা যাবে। এছাড়াও নিহতের গলায় তিনটি আঙ্গুলের চিহ্ন এবং ছুরির আঘাত রয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই এলাকার রওশন আরা ও তার মেয়ে মিনাকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন