নারায়ণগঞ্জে স্কুলব্যাগে করে ফেনসিডিল পাচারকালে সাইদুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সদর উপজেলার তক্কার মাঠ এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
ডিবির এসআই মিজানুর রহমান জানান, গোপন সংবাদে জানা যায় সদর উপজেলার ফতুল্লা তক্কার মাঠ এলাকায় মাদক প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে সাইদুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় তার সঙ্গে থাকা স্কুলব্যাগ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার