‘তথ্যের অধিকার সু-শাসনের হাতিয়ার, তথ্যেই শক্তি দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগান নিয়ে বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে প্রধান অতিথির বক্তৃতায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, পুলিশের জনবল, গোলাবারুদ সবই আছে, তবে এটা আসল শক্তি নয়, মূল শক্তি হচ্ছে জনগণের কাছ থেকে তথ্য পাওয়া। কারণ জনগণের কাছ থেকেই তথ্য সংগ্রহ করতে হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। পুলিশ দুর্নীতি প্রতিরোধে যথাযথভাবে কাজ করে যাচ্ছে। তথ্যের অবাধ সৃষ্টি করা হলে সরকারি-বেসরকারি সকল সেবার মান আরও বৃদ্ধি পাবে।
সচেতন নাগরিক কমিটির আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় দুই দিনব্যাপী এই তথ্য মেলার আয়োজন করা হয়।
জেলা সনাকের সাবেক এবং বরিশাল প্রেসক্লাবের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক খেলাঘর সভাপতি জীবন কৃষ্ণ দে, সনাক সহ-সভাপতি কাজী সেলিনা ও সনাক সদস্য গাজী জাহাঙ্গীর প্রমুখ।
অনুষ্ঠানে দুর্নীতি বিষয়ের উপর বিভিন্ন শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কলেজের শিক্ষার্থীদের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, মেলায় অংশ নেওয়া মেট্রোপলিটন পুলিশ স্টলসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার ১৬টি স্টলের উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করেন প্রধান অতিথি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে মেলার সুষ্ঠু পরিসমাপ্তি হয়।
বিডি প্রতিদিন/কালাম