লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে স্ত্রীর দাফন সম্পন্ন হওয়ার দুই ঘণ্টা পর স্বামী নুর হোসেন পাটোয়ারী (৬০) মারা গেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার ভোলাকোট এলাকায় এ ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন নুর হোসেন পাটোয়ারী। তার স্ত্রী রেহানা আক্তার (৫১) সব সময় তার পাশে থেকে সেবাযত্ন করেছেন।
এদিকে, ঠাণ্ডাজনিত কারণে চিকিৎসার জন্য বুধবার সকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে নেওয়া হচ্ছিলো রেহানা আক্তারকে। কিন্তু পথিমধ্যে চাঁদপুরের হাজীগঞ্জে তার মৃত্যু হয়।
পরে সেখান থেকে বাড়ি নিয়ে এসে বিকেল ৫টার দিকে স্ত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করেন নুর হোসেন। কিন্তু এর দুই ঘণ্টা পরই ব্রেন স্ট্রোকে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিডি-প্রতিদিন/ফারজানা/মাহবুব