দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দিনাজপুর সদরের কাউগাঁ রাজাপুকুরে ট্রাকের ধাক্কায় মাসুদ (৪০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৪ ইজিবাইক যাত্রী। নিহত মাসুদ চিরিরবন্দর উপজেলার বাজিতপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দিনাজপুর সদরের কাউগাঁ রাজাপুকুরে এই ঘটনা ঘটে। দিনাজপুর কোতয়ালি থানার পরিদর্শক আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে ইজিবাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটি পুকুরে উল্টে যায়। এসময় ট্রাকের ধাক্কায় ইজিবাইকটিও রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মাসুদ মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকটি উদ্ধার করে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ