মেহেরপুরের গাংনীতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের সেন্টু ও হাবিব গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হয়েছে। আহতদের গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমরানের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে গাংনী উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির বিরুদ্ধে ছাত্রলীগের আন্দোলনের মুখে তা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে স্থগিত করা হয়। এই স্থগিত কমিটির বিষয়ে তদন্ত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সোহান খান ও কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমরান গাংনীতে আসেন।
বৃহস্পতিবার দুপুরে তদন্ত কমিটির কার্যক্রম শুরু করার কথা ছিলো। কিন্তু সকাল ১১ টার দিকে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনে গাংনী উপজেলা ছাত্রলীগের সেন্টু গ্রুপ ও হাবিব গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে সেন্টু গ্রুপের তিন কর্মী আহত হয়। আহতরা হলো কাথুলীর সবুজ, গাংনী সিনেমা হল পাড়ার ফাইহিম ও গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাজেদুল।
বিডি প্রতিদিন/আল আমীন