ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অবস্থিত কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের এক ছাত্রীকে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, বোয়ালমারী পৌর এলাকার কামারগ্রামের মৃত সৈয়দ মিয়ার ছেলে লিটন মিয়া (৩২) বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসের বাইরের ক্যান্টিনে এক ছাত্রীকে প্রকাশ্যে জড়িয়ে ধরে শ্লীলতাহানীর চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রীর চিৎকারে কলেজের শিক্ষক-কর্মচারিরা লিটনকে আটক করে।
পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। বোয়ালমারী থানা পুলিশ তাকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে লিটন মিয়াকে ছয় মাসের সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন