বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে রোগীদের প্রতি ভিন্নরকম ভালোবাসা দেখিয়েছে ‘আত্মীয়’ নামে রক্তদানের একটি সংগঠন। আইনমন্ত্রী আনিসুল হক ফল বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেছেন।
শুক্রবার দুপুরে আখাউড়া উপজেলা হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মাঝে ফল বিতরণকালে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কালজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন খাদেম, প্রভাষক মো. হাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন, আত্মীয়ের প্রতিষ্ঠাতা সমীর চক্রবর্তী, সমন্বয়ক শেখ দীপু, এমআরআই রাকিব ও রাকিবা হাবিব প্রমুখ। পরে আখাউড়া রেলওয়ে স্টেশন ও গাজীরবাজার এলাকায় ফল বিতরণ করা হয়। প্রায় তিনশ’ জনের মাঝে আপেল, কমলা, আঙুর, বরই, খেজুর ও কলা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/শফিক