১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৪০

সীমানা প্রাচীরে বন্দি রায়পুরের শহীদ মিনার

মোঃ মোস্তফা কামাল, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

সীমানা প্রাচীরে বন্দি রায়পুরের শহীদ মিনার
লক্ষ্মীপুরের রায়পুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রায়পুরে জরাজীর্ণও আবর্জনায় ঘেরা অবস্থায় পড়ে আছে ভাষা আন্দোলনের সময় নির্মিত শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ মিনারটি। 
 
শুধু একুশে ফেব্রুয়ারি এলে ঝাড়মোছা আর শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত করা হয়। তাছাড়া রায়পুর এই শহীদ মিনারটি চারপাশে সীমানা প্রচীরে ঘেরা। লোহার ফটকে ঝুলছে তালা। দু’পাশে বাজার ও সামনে অবৈধ দোকান থাকায় দর্শকদের চোখেই পড়ে না শহীদ মিনারটি। 
 
প্রায় সাড়ে তিন বছর আগে স্থানীয় একাধিক প্রভাবশালী ওই জায়গার দখল নিতে মিনারটি রাতের আঁধারে ভেঙে ফেললেও পরে প্রশাসনের হস্তক্ষেপে নতুন করে নির্মাণ করে রায়পুর কামিল (আলিয়া) মাদ্রাসার নিকট হস্তান্তর করা হয়। কিন্তু বর্তমানে কর্তৃপক্ষের উদাসীনতায় এটি অসম্মানজনক অবস্থায় পড়ে আছে। 
 
রায়পুর আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আ.ন.ম নিজাম উদ্দিন বলেন, ‘খোলা থাকলে ছেলেরা শহীদ মিনারে আড্ডা দেয়। এতে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হয়। তাই কেউ যেন শহীদ মিনারে ঢুকতে না পারে সে জন্য আমরা তালবদ্ধ করে রাখি। তবে কর্তৃপক্ষের পক্ষ হতে সব সময় খোলা রাখার বিষয়ে কোনো দিক নিদের্শনা পাইনি।
 
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর