২০ ফেব্রুয়ারি, ২০২০ ১৬:১২

গাজীপুরে জমি জবর দখলের হুমকির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে জমি জবর দখলের হুমকির অভিযোগ

গাজীপুরের শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় জমি ও স্থাপনা জবরদখলের হুমকির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কেওয়া মৌজার অধীনে মাওনা উড়াল সেতুর পশ্চিমপাশে প্রায় ১৯২ শতক জমি জবরদখল চেষ্টার অভিযোগ করা হয়।

এ ব্যাপারে ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা মৃত সৈয়দ আবুল হোসেনের ছেলে সৈয়দ হুমায়ুন কবির শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ডায়েরিতে অভিযুক্তরা হলেন কাজল ফকির, নূরুল আমীন ফকির, আব্দুল কুদ্দুস ফকির, আব্দুল মালেক ও সুলতান।

সৈয়দ হুমায়ুন কবির ডায়েরীতে উল্লেখ করেন, তিনি উল্লেখিত জমি বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাড়া দিয়েছেন। কিন্তু অভিযুক্তরা ভাড়াটিয়াদেরকে নানারকম মিথ্যা তথ্যে প্ররোচিত ও বিভিন্ন সময় জমি জবরদখলের হুমকি দিয়ে দিচ্ছে। অভিযুক্তরা অতি সম্প্রতি স্থাপনা তত্বাবধায়ককে প্রকাশ্যে গালিগালাজ ও মারপিট করে জমি জবর দখলের হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতার আশঙ্কায় সৈয়দ হুমায়ুন কবির ১৩ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর