কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া এলাকার ঝিনাপাড়া রাস্তার মাথায় ব্রিজের নিচ থেকে শপিং ব্যাগ মোড়ানো এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার বিকালে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা ওই নবজাতকের মৃতদেহটি উক্ত স্থানে ফেলে যায়। পরে স্থানীয় পথচারীরা উদ্ধার করে নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
নয়াপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি অফিসার ডা. রুপন কুমার সুশীল এ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে নিয়ে আসার আগে সে মারা যায়। নবজাতকটি ছেলে ছিল। তার শরীরে কালো রঙের পানি জাতীয় কিছু ছিল।
তিনি আরও বলেন, গতরাতে হাসপাতালে একটি ছেলে সন্তান জন্ম নেন। স্থানীয়রা সে ছেলে সন্তান মনে করে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে জানতে পারি আমাদের হাসপাতালে যে ছেলে সন্তান জন্ম নিয়েছে সে তার বাড়িতে আছে। এ নবজাতক সে নবজাতক নয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, নবজাতকের লাশ উদ্ধারের খবর শুনেছি। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন