২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১৮:৪৬

শ্রীপুরে সামাজিক অপরাধ শনাক্তে উম্মুক্ত সভায় ক্ষুদে শিক্ষার্থীরা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুরে সামাজিক অপরাধ শনাক্তে উম্মুক্ত সভায় ক্ষুদে শিক্ষার্থীরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামাজিক অপরাধবিষয়ক সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে। মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক এ কর্মসূচি বুধবার শ্রীপুরের টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করেন গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষে সুলতান মোহাম্মদ সিরাজুল ইসলাম।

শ্রীপুর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেবিনেটের নির্বাচিত প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। তারা নিয়মিত নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে বিষয়ে খোঁজ খবর রাখা, এসবের সাথে যুক্তদের পরিচিতি সংগ্রহ, ভিকিটিমদের সাহস ও সহযোগিতা প্রদানসহ নানা ধরনের সহযোগিতামূলক উপায় চিহ্নিত করার ওপর উম্মুক্ত আলোচনা করেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় সামাজিক অপরাধ চিহ্নিত ও তা তৃণমূলে পৌঁছে দেয়ার অংশ হিসেবে সচেতনতামূলক এই কর্মসূচি পালিত হয়।

গাজীপুর জেলা এবং শ্রীপুর উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি মতবিনিময় করেন ধনুয়া উচ্চ বিদ্যালয়ের ভিপি দশম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান, টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভিপি সুজন, তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের ভিপি শেখ মোহাম্মদ কাওছার, আনসার টেপির বাড়ী উচ্চ বিদ্যালয়ের ভিপি সম্রাটসহ কেবিনেটের নির্বাচিত সদস্যবৃন্দ।


বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর