ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মুজিববর্ষ উপলক্ষে নারী উদ্যোক্তাদের আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প (৩য় পর্যায়ে) এর আওতায় তিনদিনব্যাপী এ মেলার আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা।
বিকেলে উপজেলার প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের জাতীয় মহিলা সংস্থার প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ারা বেগম। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম. মোসা এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডা. ইসমত আরা বেগম।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নে নানা পদেক্ষপ হাতে নিয়েছে। নারীরা এখন আর ঘরের কোণে বন্দী নয়। শুধু পড়ালেখা করে চাকরি প্রত্যাশী হলে দেশের বেকারত্ব বাড়বে। পড়ালেখার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ করে নিজেই অন্যের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
পরে তিনি মেলায় অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের হাতে তৈরি সামগ্রীর স্টল ঘুরে দেখেন এবং তাদের মধ্যে একশ’ গাছের চারা বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/শফিক