বিদ্যুৎ পানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে বগুড়া জেলা বিএনপি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপি নেতা ফজলুল বারি তালুকদার বেলাল, রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, লাভলী রহমান, এম আর ইসলাম স্বাধিন, খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, ওমর ফারুক খান, মাফতুন আহম্মেদ খান রুবেল, সহিদ উন নবী ছালাম, মনিরুজ্জামান মনি, খাদেমুল ইসলাম, সাইদুল কবির, মোশারফ হোসেন স্বপন, আকরাম হোসেন মন্ডল, নাজমা আক্তার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন