প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর প্রেস ক্লাবের সামনে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ ছাড়াও নববিধান বালিকা উচ্চ বিদ্যালয় ও বনলতা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন। দিবসটি উপলক্ষে টিআইবির প্রতিপাদ্য ছিল, টেকসই উন্নয়ন অভীষ্ট, সুশাসন, সমতা ও নারী।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সনাক সভাপতি রনেন রায়, সহসভাপতি হামিদা বানু বেগম, সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বজন সদস্য হাফিজা খনম জেসমিনসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ। এসময়
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় আইনী ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি নারী-পুরুষের সমঅধিকারের প্রতি সংবেদনশীল হতে হবে। বর্তমান সরকার নারীর উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছে। দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। তাই নারীদেরও শিক্ষা গ্রহণ করে সচেতন হতে হবে এবং বর্তমান সামাজিকতার গন্ডি পেরিয়ে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নে ভ‚মিকা রাখতে হবে।
অপরদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সরকারি গণগ্রন্থাগারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফরিদা ইয়াসমিনসহ প্রশাসনের কর্মকর্তা ও নারী নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার সমতার ভিত্তিতে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। সরকারি অফিসসহ বিভিন্ন অফিসে তারা কর্মকর্তার দায়িত্ব পালন করছে। নারীরা মুজিববর্ষ উপলক্ষে নানা কর্মসুচি পালন করছে। তাদের অংশগ্রহণ ছাড়া সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন