কৃষির উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণসহ সকল কাজে নারীর সম্পৃক্ত থাকলেও, নারী কৃষকদের রাষ্ট্রীয় কোন স্বীকৃতি নেই। তাই দেশের কৃষি, অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার ধারা চলমান রাখতে নারী কৃষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো এবং স্বীকৃতি দেওয়ার প্রয়োজন।
রবিবার দুপুরে নারী দিবস উপলক্ষে নোয়াখালী প্রেসক্লাব চত্ত্বরে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশান নেটওয়ার্ক- প্রান, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানি ও বন্ধন আয়োজিত ব্যতিক্রমী ‘খাদ্য লড়াইয়ে নারী’ শীর্ষক উন্মুক্ত সংলাপে আলোচকরা এই দাবি তোলেন।
খানি’র সম্পাদক নুরুল আলম মাসুদের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।
সংলাপে জৈব নিবিড় কৃষি চর্চা এবং খাদ্য নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে সুবর্ণচরের নারী কৃষক শিরিণ আক্তারকে ‘স্বর্ণ-কৃষাণী’ সম্মাননা পদ দেওয়া হয়।
সংলাপে বক্তারা বলেন, কৃষিতে নারীদের শুধুমাত্র সাহায্যকারী হিসেবে বিবেচনা করা হয়। সরকারি কৃষি উপকরণ প্রাপ্তি, উৎপাদিত কৃষিপণ্য সরবরাহ ও বিপণন, প্রযুক্তি সুবিধা, ভূমিতে প্রবেশাধিকার পাওয়ার ক্ষেত্রে নারীরা বৈষম্য ও অবহেলার শিকার হচ্ছেন। নারীদের পিছনে রেখে কৃষিতে বিপ্লব ঘটনা সম্ভব নয় বলে মনে করেন তারা।
সংলাপে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক মৈত্রীর সভাপতি মনির আহম্মদ, পারিবারিক জোটের সভাপতি নুর নাহার রিনি, নাছিমা আক্তার, নোয়াখালী নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফজলুল হক বাদলসহ অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার