আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ‘হাম-রুবেলা’ টিকাদান ক্যাম্পেইনে মাগুরায় ১ লাখ ৯৭ হাজার ৩৬৮ শিশুকে টিকা দেওয়া হবে। রবিবার বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।
এ সময় বক্তব্য রাখেন ডা. অন্তরা বিশ্বাস, ডা. আরিফুল ইসলাম, ডা. মুনদেব রাজিব, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে জেলার চার উপজেলায় ১ হাজার ৪৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানসহ ক্যাম্পেইনের মাধ্যমে ৯ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ, ৩ হাজার ৩১৫ শিশু এবং ৫ বছর থেকে ১০ বছর বয়সী ৯৪ হাজার ৫৬০ শিশুকে টিকা দেওয়া হবে।
‘আয় আয় সোমামনি টিকা নিয়ে যা’ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ১৮ মার্চ মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন