কুষ্টিয়ার কুমারখালীতে করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে ভাউচার ছাড়া অধিক দামে চাল বিক্রির অপরাধে চার চালকল মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এসব ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান জানান, আজ উপজেলার আলাউদ্দিন নগর এবং বাটিকামারায় চারটি চাল মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী আলাউদ্দিন নগরের আজিজ এগ্রো ফুডকে ৩০ হাজার টাকা, ভাই বোন এগ্রো ফুডকে ২৫ হাজার টাকা, জসিম এগ্রো ফুডকে ২৫ হাজার টাকা এবং বাটিকামারার মুকুল এগ্রো ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে ধানের ক্রয় ও চালের বিক্রয় রশিদ এবং স্টক রেজিস্টার সংরক্ষণের নির্দেশ দেয়া হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম