করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে সীমিত আকারে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এসময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সকাল সাড়ে ৮টার সময় বঙ্গবন্ধু মুজিব শতবর্ষ মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এসময় পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ