৪ এপ্রিল, ২০২০ ২২:০৬

ভোলায় হিজড়া ও বেদে পরিবারে ত্রাণ বিতরণ

ভোলা প্রতিনিধি

ভোলায় হিজড়া ও বেদে 
পরিবারে ত্রাণ বিতরণ

করোনা প্রতিরোধে অঘোষিত লকডাউনে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ভাসমান বেদে ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ। তবে অবহেলিত এই জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়িয়েছেন ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার দুপুরে ভোলা বাস টার্মিনাল সংলগ্ন বেদে পল্লি ও হিজড়াদের মাঝে জেলা প্রশাসকের পক্ষে খাদ্য সহায়তা পৌঁছে দেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। এ সময় তাদের মাঝে চাল, ডাল, আলুসহ নানা উপকরণ প্রায় ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। 

এছাড়া  উপজেলা প্রশাসন কার্যলয়ের সামনে করোনা মোকাবিলায় ভোলায় হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। 

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর