বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির দায়ে খাদ্য বিভাগের (ওএমএস) ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে অভিযানের সময় তাদের হেফাজত থেকে ৫৪ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার ২ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপরজন ভ্যান চালককে ছেড়ে দেওয়া হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌঁনে ১২টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে কালোবাজারে বিক্রি করা সরকারি (ওএমএস) ৫৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলার প্রদীপ দত্ত, চাল বিক্রেতা পঙ্কজ সাহা এবং ভ্যান চালক শংকর পালকে পুলিশ আটক করে।
স্থানীয় সূত্র জানায়, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে। ওই ইউনিয়নের ৯৫৩ জনের মধ্যে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য প্রদীপ দত্তকে ডিলার নিয়োগ করে খাদ্য বিভাগ। কিন্তু তিনি সুবিধাভোগী অনেকের মাঝে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি না করে তাদেও জন্য বরাদ্দকৃত চাল কালোবাজারে বিক্রি করে দেন।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ডিলার প্রদীপ দত্ত এবং চাল বিক্রেতা পঙ্কজ সাহাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্যান চালক শংকর পাল চাল চুরির ঘটনায় সরাসরি জড়িত না থাকায় তাকে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন মুঠোফোনে জানান, সরকারি চাল চুরি করে প্রদীপ দত্ত দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য জেলা কমিটির কাছে সুপারিশ করা হয়েছে বলে তিনি জানান।
অপরদিকে চাল চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/আল আমীন