পটুয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক রোগী মারা গেছেন। আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিন।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবদুল মুনয়েম সাদ জানান, পটুয়াখালী শহরের ৫ নং ওয়ার্ডের আদালতপাড়া এলাকার আবদুল বারেক (৫০) করোনা উপসর্গ নিয়ে সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর, কাশি থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার পর সন্ধ্যায় তিনি মারা যান।
পটুয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার আব্দুল মতিন জানান, সকালে তাকে আইসোশেন ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে। কোভিড-১৯ নিয়মানুযায়ী তার লাশ দাফন করা হবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিদেরও নমুনা সংগ্রহ করা হবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ