জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল মান্নান (৫৫)। তিনি পলাশতলা গ্রামের বাসিন্দা।
বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কামলপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন