গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গত তিন দিনে কোনও করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হননি। তবে আজ বৃহস্পতিবার পর্যন্ত ৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শিশু ও সাংবাদিকসহ করোনা পজেটিভ হয়েছে ৩৪ জন রোগী। তবে উপজেলার ৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যরা নিজ বাড়ি চিকিৎসাধীন আছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাজমুন নাহার জানান, উপজেলায় ৩৪ জন করোনা রোগীর মধ্যে ৯ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলায় করোনা বিস্তার তুলনামূলকভাবে এখন পর্যন্ত স্বাভাবিক। করোনা মোকাবিলায় সাফল্যর এ ধারাবাহিকতা অব্যহত থাকবে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ