নোয়াখালী বেগমগঞ্জে করোনা উপসর্গ নিয়ে তারেক ইমরান রফিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জানা যায়, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক প্রথম রমজান থেকে অসুস্থ হয়ে পড়ে। সে বিভিন্ন খাবার আইটেম কিনে নিজে নিজে বিক্রি করতেন।
মৃত তারেক ইমরান রফিক চাটখিল থানার কড়িহাটি গ্রামের রফিক উল্ল্যার ছেলে। সে মঙ্গলবার বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার নমুনা পরীক্ষা দিয়ে আসে। পরে বুধবার সন্ধ্যায় চিকিৎসা নিয়ে বাসায় ফেরার পথে মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে বেগমগঞ্জ থানা কর্মকর্তা হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৮ জন। আর সোনাইমুড়িতে সুস্থ হয়েছেন ১ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার