গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা পাঠিয়ে এক প্রতিবন্ধী ও দিনমজুর পরিবার পেল খাদ্য সহায়তা। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল জলিল ওই দু’পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
খাদ্য সহায়তা পাওয়া প্রতিবন্ধী (৩২) জানান, দুর্ভোগের কথা তুলে ধরে তিনি একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই বার্তায় মা-বোন নিয়ে কষ্টে দিনাতিপাত করার বর্ণনা দেন। পরে আজ সকালে দুই যুবক তাকে খাদ্য সহায়তা পৌঁছে দেন।
অপরদিকে, শ্রীপুর পৌর শহরের সবুজবাগ এলাকার এক দিনমজুরকেও সাবেক ওই চেয়ারম্যানের পক্ষ থেকে তাকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
বেশ কিছু দিন ধরেই অসহায়দের খাদ্য সহায়তা দিচ্ছেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল। তিনি বলেন, জাহাঙ্গীর আলমের বার্তাটি দেখার পর খোঁজ নেন। একইসাথে দিনমজুর পরিবারেরও খোঁজ নেন। পরে ওই দুই পরিবারের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেই। বর্তমান করোনা পরিস্থিতিতে একজন মানুষ যেন না খেয়ে থাকে-সেদিকে সক্ষম সকলের প্রতি তিনি উদাত্ত আহবান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা