কক্সবাজারের উখিয়ার পালংখালী বিজিবি'র সাথে বন্দুকযুদ্ধে মো. সাদেক (২২) নামে এক রোহিঙ্গা মাদক কারবারী নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার পালংখালীর রহমতেরবীল সীমান্তে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম ঠিকানা পাওয়া না গেলেও তিনি রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যাটন্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ