শরীয়তপুরে শ্রমিক সংকটের কারণে এক দরিদ্র কৃষকের ৩০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার শরীয়তপুরের পালং ইউনিয়নের খেলশি গ্রামের এক কৃষকের ধান কেটে দেন তারা।
সামাজিক দূরত্ব বজায় রেখে জমির ধান কাটেন তারা। জেলা ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক রাসেদুজ্জামান রাসেদ ও জেলা ছাত্রলীগ আহ্বায়ক মহোসিন মাদবর ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ফাহাদ হোসেন তপুসহ সভাপতি নেতৃত্বে ৪০ জন নেতাকর্মী এ ধানটা কর্মসূচিতে অংশ নেয়।
পরে ছাত্রলীগ নেতা কর্মীরা ধানকেটে কৃষকদের বাড়ি পৌছে দেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম