করোনাভাইরাস মোকাবিলায় নিম্ন আয়ের মানুষজনদের খাদ্য সহায়তা প্রদানে সরকারি সাহায্যের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ণ সংস্থা ব্যুরো বাংলাদেশের নির্বাহী পরিচালকের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা জেলার সহস্রাধিক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা সদরের ত্রিমোহনী এলাকার ভিউ লিটল স্কুল মাঠে ও রাজারহাট উপজেলার রাজারহাট আদর্শ মহিলা কলেজ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ব্যুরো বাংলাদেশের খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যদ্রব্য, মাস্ক এবং সাবান।
এসময় কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, রাজারহাট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোছা:আকলিমা বেগম, অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, ব্যুরো বাংলাদেশের রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবীব, কেএম রাশেদ ফারুক, কুড়িগ্রাম এলাকা ব্যবস্থাপক মাসুদ আলম ও শাহিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ