কক্সবাজারের পেকুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হল, রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়ার প্রবাসী আজম খানের শিশু পুত্র মুনতাহি (৬) ও পেকুয়া সদর ইউনিয়নের করিমদাদ মিয়ার শিশু কন্যা কুলসুমা আক্তার (৭)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন। কুলসুমা নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে মুনতাহি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এসময় তাকে বাঁচাতে কুলসুমাও পুকুরে নেমে পড়লে দুজনেই পানিতে ডুবে মারা যায়।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল