চলমান করোনাভাইরাসে কর্মহীন শ্রমিকরা যখন মানবেতর জীবন কাটছেন ঠিক তখনি লালমনিরহাট সদরের ১৫টি শ্রমিক সংগঠনের মধ্যে নির্মাণ ও পরিবহনের প্রায় ৮০০ শ্রমিককে খাদ্য সহায়তা দিলেন উপজেলা প্রসাশন।
বৃহস্পতিবার দুপুরে জেলা স্টেডিয়াম মাঠে শ্রমিকদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রমিকদের খাদ্য সামগ্রী তুলে দেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ কেজি চাল ও দুই কেজি আলু ও ডাল দেওয়া হয়।
এর আগে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভের পরে উপজেলা প্রশাসন এ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এখনো অধিকাংশ শ্রমিক সরকারি ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত আছে। এসব কর্মহীন শ্রমিককে পর্যায়ক্রমে সরকারি ত্রাণের প্রতিশ্রুতি দিয়েছে উপজেলা প্রশাসন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ