ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তারিকুল ইসলাম সাদ্দাম (২৬) নামে এক ছাত্রদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের। তারিকুল ইসলাম সাদ্দাম উপজেলার গোকর্ন ইউনিয়নের করিম মিয়ার ছেলে।
মঙ্গলবার রাত ৮টার সময় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ছিলেন। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত ১১ মে ভোররাতে পরিবারের সকল সদস্যদের সাথে সেহেরি খায় সাদ্দাম। তার পর নিজ রুমে ঘুমাতে যায় সে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুম থেকে না উঠায় সন্দেহ হয় পরিবারের। তখন পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি ভাবে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি পুলিশ।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলতে পারব।
বিডি প্রতিদিন/এ মজুমদার