মানিকগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। ত্রাণ বিতরণের পাশাপাশি জেলার আরিচা ও পাটুরিয়া ঘাট পরিদর্শন করেন তিনি।
মঙ্গলবার দুপুরে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিম্ন আয়ের মানুষের মাঝে চাল, নগদ টাকা ও শিশু খাদ্য বিতরণ করেন তিনি। এরপর তিনি নদী ভাঙ্গনে হুমকির মুখে আরিচা ও পাটুরিয়া নদী বন্দর পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, বাপাউবি মানিকগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো. মাইনুদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান, শিবালয় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন