ঝিনাইদহের মহেশপুরে বাড়ির গেটের ছাদ ধসে মনির হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া রাজু আহাম্মেদ (২৮) নামের এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, মাঠ থেকে গরুর গাড়িতে ধান বোঝাই করে বাড়িতে প্রবেশে সময় গেটের পিলার গাড়িতে বেঁধে যায়। এসময় ছাদ ধসে মনির ও রাজু চাপা পড়ে। ওই সময় প্রতিবেশীদের সহযোগীতায় তাদেরকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর ও পরে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেন মারা যায়।
মনির হোসেনের লাশ রাতেই বাড়িতে আনা হয়েছে। আজ সকালে মনির হোসেনকে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল