কুমিল্লার বিভিন্ন স্থানে অন্তত ৪শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন আলহাজ্ব নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি কাউসার জামান বাপ্পি। এ খাদ্য সামগ্রী শহরের বিভিন্ন এলাকায় ও সদর দক্ষিণে বিভিন্ন পরিবারের মধ্যে পৌঁছে দেন নুরুল হক ফাউন্ডেশনের কর্মীরা।
সোমবার ও মঙ্গলবার শিল্পপতি কাউসার জামান বাপ্পি তার পিতার নামে করা আলহাজ্ব নুরুল হক ফাউন্ডেশনের কর্মীদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেন।
জানা গেছে, কুমিল্লা শহরে খাদ্য সংকটে আছেন কিন্তু কারো কাছে সাহায্য চাইতে পারেন না এমন মধ্যবিত্ত পরিবারগুলো আলহাজ্ব নুরুল হক ফাউন্ডেশনের কর্মীদের সাথে যোগাযোগ করলে অত্যন্ত গোপনীয়তার সাথে কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি কাউসার জামান বাপ্পি এর পক্ষে পরিচয় গোপন রেখে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল