সিরাজগঞ্জে সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছে। বুধবার সকালেক হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোঁজা ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের বয়স আনুমানিক ২০ বছর। তবে নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাকের সাথে কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের গুড়াবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের হেলপার মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল