মাগুরায় ১৭৫০ কর্মহীন গাড়ি চালক ও অন্যান্য শ্রমিকদের পাশে দাঁড়ালেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
বুধবার সকালে মটর শ্রমিক ইউনিয়ন অফিসে শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে কর্মহীন এসব শ্রমিকরা কোন প্রকার ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সহায়তা না পাওয়ায় ব্যক্তি উদ্যোগে সাইফুজ্জামান শিখর এমপি তাদের দিকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
সকালে এ খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ রেজাউল, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক বাবু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মোল্যা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন