করোনাভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন পর লকডাউন শিথিল করায় মাদারীপুরের হাট-বাজারে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানছে কেউ। স্বাস্থ্যবিধি না মেনেই সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতারা।
মাদারীপুর জেলা লকডাউন ঘোষণা করায় দোকানপাট বন্ধ থাকার দীর্ঘদিন পর ১০ মে জেলার হাটবাজার ও বিপনি বিতানগুলোতে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। মাদারীপুর সদরের পুরান বাজারের দোকানগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক দোকানে হাত ধোঁয়ার ব্যাবস্থা থাকলেও তা মানছে না কেউ। আবার অধিকাংশ দোকানে জীবাণুনাশক কোন স্প্রে করা হচ্ছে না। এদিকে ব্যাংক খোলা থাকায় সেখানেও ভিড় জমাচ্ছে গ্রাহকরা।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে। জনগণকেও সচেতন হতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার