শেরপুর জেলায় বোরো চাল ধান সংগ্রহ শুরু হয়েছে। শেরপুর সরকারি খাদ্য গুদামে এই কর্মসূচির উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ মোঃ আতিকুর রহমান আতিক।
সকাল ১১ টায় জেলা খাদ্য গুদামে স্বাস্থ্যবিধি মেনে মিল মালিক ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ফরহাদ খন্দকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এবার শেরপুর জেলায় ৫৪৬ জন মিল মালিক কাছ থেকে ২৪৯২৫ মেট্রিক টন চাল ৩৬ টাকা কেজি দরে কেনা হবে। অপরদিকে আতপ চাল ক্রয় করা হবে ২৪ জন চুক্তিবদ্ধ মিল মালিকের কাছ থেকে ২৪৫৭ মেট্রিক টন , ধান কেনা হবে ১৬৫০৮ মেট্রিক টন সরাসরি চাষিদের কাছ থেকে। তিনি আরো জানান, কোভিড-১৯ এর কারনে সাস্থ্যবিধি মেনে ধান চাল ক্রয় করা হবে। ৩১ আগস্ট পর্জন্ত ধান চাল ক্রয় অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার